জাতীয় নির্বাচন হবে নতুন আইজিপির বড় চ্যালেঞ্জ

আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করাই পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক। শুক্রবার রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘নতুন বছরটি হবে বড় চ্যালেঞ্জের বছর। কারণ, এটা নির্বাচনের বছর। সুষ্ঠু ও সফল নির্বাচন সম্পন্ন করাই নতুন আইজিপির জন্য বড় চ্যালেঞ্জ হবে।’

তবে তিনি মনে করেন, নতুন আইজিপি একজন ভাল মানুষ। একই ব্যাচের হওয়ায় খুব কাছ থেকে তাকে চিনেন ও জানেন। তিনি ৩২ বছর ধরে সুনামের সঙ্গে চাকরি করছেন। তার অনেক অভিজ্ঞতা আছে।

নতুন আইজিপির প্রতি শহীদুল হক আশা প্রকাশ করে বলেন, ‘আশা করব, আমরা যে গণমুখী পুলিশিং ব্যবস্থা চালু করেছি, তিনি সেটা অব্যাহত রাখবেন।’

ব্যক্তিগত সফলতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে আইজিপি করেছিলেন। আমি তার আস্থার প্রতিদান দিতে আপ্রাণ চেষ্টা করেছি। পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণের জন্য অনেক কাজ করেছি অল্প মেয়াদের মধ্যেই। আমার মেয়াদকালে যা করতে পেরেছি, ব্যক্তিগতভাবে আমি তা নিয়ে সন্তুষ্ট এবং সম্মিলিত প্রচেষ্টায় যতটুকু করা সম্ভব হয়েছে, নিজেকে সফলই মনে করি।’

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড. জাবেদ পাটোয়ারীকে আইজিপি হিসেবে ঘোষণা দেওয়া হয়।

বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমান আইজিপির মেয়াদ শেষে আগামী ৩১ জানুয়ারি। তারপর দায়িত্ব নেবেন জাবেদ পাটোয়ারী।

তিন বছর আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন শহীদুল হক। ১৯৮৪ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন তিনি।

শহীদুল হক এরপর চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছাড়াও তিনি বাহিনীর নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

অন্যদিকে, চাঁদপুরের কৃতি সন্তান ড. জাবেদ পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর ১৯৮৪ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। ২০২০ সালের এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হবে জাবেদ পাটোয়ারীর।

আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮