জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টিতে সবাই ঐক্যবদ্ধ আছে। পার্টির নেতৃত্বে কোন বিভাজন নেই। তিনি বলেন, গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বেগম রওশন এরশাদ এমপি।
এছাড়া রংপুর-০৩ আসনে প্রার্থীতা চুড়ান্ত করবেন পার্টির চেয়ারম্যান ও মহাসচিব।
তিনি আজ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, গেলো রাতে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের এক বৈঠকে দলকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি দলেই কিছু মানুষ থাকে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা পার্টির মধ্যে বিভাজন সৃষ্টি করে। প্রতিটি পরিবারেই ঝামেলা সৃষ্টি হয়, আবার সবাই মিলে তা সমাধানও করা হয়। জাতীয় পার্টিতে সবাই ঐক্যবদ্ধ আছে। পার্টির নেতৃত্বে কোন বিভাজন নেই।
চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, এস.এম. ফখর উজ জামান জাহাঙ্গীর, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা- ড. নুরুল আজহার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।