মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে: এরশাদ

জাতীয় পা‌র্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব‌লে‌ছেন, জাতীয় পা‌র্টির দিকে মানুষ চেয়ে আ‌ছে।আমার যা ছি‌লো শেষ হ‌য়ে‌ গেছে। প‌থের ভিখা‌রি আ‌মি। এখন মৃত্যুর আ‌গে দে‌খে যে‌তে চাই জাতীয় পা‌র্টি সরকারে প্র‌তি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ক্ষমতায় গে‌ছে।’

সোমবার ২২ জানুয়ারি  বেলা সা‌ড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পা‌র্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় এ কথা বলেন তি‌নি । আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়।

এরশাদ ব‌লেন, ‘জাতীয় পা‌র্টির সাম‌নে আশার আ‌লো এ‌সে‌ছে। জাতীয় পার্টির যে  ৯ বছ‌রে গুম খুন হয়‌নি, মানুষ ওই সময়ে ফিরে যে‌তে চায়।’

১৫ ফেব্রুয়া‌রি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশ সবচেয়ে বড় আয়োজন হবে জা‌নি‌য়ে এরশাদ ব‌লেন, ১৫ তারি‌খের বা‌জেট পাঁচ কোটি টাকা। এ বা‌জেট সংগ্রহ কর‌তে হ‌বে। দেখা‌তে হ‌বে জনগণ আমা‌দের প্রতি আকৃষ্ট। দূর-দূরান্ত থে‌কে মানুষ আস‌বে। লঞ্চ ভাড়া কর‌তে হ‌বে। বাস আস‌তে হ‌বে, ট্রেন ভাড়া কর‌তে পার‌বো।

আজকের বাজার:এসএস/২২জানুয়ারি ২০১৮