গোলাম মোহাম্মদ কাদের এমপিকে (জিএম কাদের) জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাত ১১টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় জি এম কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত এক লিখিত বক্তব্য দেন এরশাদ। বক্তব্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে, সে কারণে আমি এ দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করিলাম।
জিএম কাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরশাদ সাহেব স্বেচ্ছায় তাকে এই দায়িত্ব দিয়েছেন। এখন তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন এরশাদ।
আজকের বাজার/এমএইচ