তিনশ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। এককভাবে নির্বাচন করবে কি-না, এখনি বলা যাবে না। তবে জাতীয় পার্টি কোনো জোটে থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বর্তমান পদ্ধতিতে রাষ্ট্রপতি হতে চাই না। এখন রাষ্ট্রপতি হলে দলের লোকজনের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে। আমি জাতীয়পার্টিকে নিয়েই থাকতে চাই।
গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনসহ তার নির্বাচনী এলাকার জনসভায় যোগ দিতে এদিন ঢাকা থেকে রংপুরে আসেন এরশাদ।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে এরশাদ বলেন, সহায়ক সরকারের দাবি নিয়ে বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি নির্বাচনে না এলে তা গ্রহণযোগ্য হবে কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দশম সংসদ নির্বাচনে তো বিএনপি আসেনি। এবারে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। অতএব, নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।
এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, জাতীয়পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহানগর জাপার সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/ ২৩ জানুয়ারি ২০১৮