জাতীয় পার্টি যেদিকে যাবে বাংলাদেশের রাজনীতিও সেদিকে যাবে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে ‘লিডার ইজ নেভার রঙ, লিডার ইজ অলওয়েজ কারেক্ট’। সবার মতামত নিয়ে কাজ করব। তবে দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের এ কথা স্মরণ করিয়ে দেন।
জিএম কাদের বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নিজেদের শক্তিশালী করা হবে আমাদের আগামী দিনের রাজনীতি। জনগণ কী চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন। আমরা কেন্দ্রীয়ভাবেও সেভাবে কর্মসূচি দেব। আমরা দেশবাসীর চিন্তা করছি। আমরা যদি সবাই এক থাকি, তাহলে সব সম্ভব। আর নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে।
আজকের বাজার/লুৎফর রহমান