জাতীয় প্রেস ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী শিশু আনন্দমেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার ক্লাব প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাব সভাপতি সাইফুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। শিশু আনন্দমেলা পরিচালনা করেন শিশু আনন্দমেলা ও ক্রীড়া উপ-কমিটির আহবায়ক কল্যাণ সাহা।
প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, শ্যুটিং, যেমন খুশি সাজো এবং মহিলাদের পিলো পাসিং ও দড়ি টানাটানি। এ ছাড়াও রয়েছে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, সঙ্গীত এবং সদস্যদের স্ত্রী ও মেয়েদের লুডু প্রতিযোগিতা।