জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। সহকারী কিউরেটর পদে এই নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ, ফলিত পদার্থ, কম্পিউটার, ফলিত রসায়ন, উদ্ভিদ বা প্রাণিবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা যান্ত্রিক, বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস প্রার্থীর আবেদন করতে পারবেন।
উক্ত পদে নিয়োগপ্রাপ্তদের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আগ্রহীরা এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ পাঠাতে পারবেন।আবেদন পত্র পাঠাতে হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭ ঠিকানায়।
আগামী ২০ মে পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
রাসেল/