আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি পরীক্ষা শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে ২৯ ফেব্রুয়ারি থেকে। চলবে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত। এ পরীক্ষা প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
আজকের বাজার/এমএইচ