জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৭টি কলেজ বাদে) ২০১৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষায় এক লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১ দশমিক শূন্য ৮ শতাংশ।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস ৪ দিনের মধ্যে এ ফল প্রকাশ করা হল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১১ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল।’
মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h4 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
আজকের বাজার:এলকে/এলকে/১৪ মে ২০১৭