জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটটি হালনাগাদ করে তা উদ্বোধন করা হয়েছে। হালনাগাদ করা নতুন সাইটটিতে সময়োপযোগী বেশ কিছুু নতুন ফিচার ও কন্টেন্ট যুক্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ওয়েবসাইটটি উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মেলাতে যা করণীয় তাই করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই ওয়েবসাইটের মাধ্যমে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জন্য যোগাযোগের নবদ্বার উন্মোচিত হলো।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, আইসিটি পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা www.nu.ac.bd

রাসেল/