জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালের মাস্টার্সের (প্রাইভেট) রেজিস্ট্রেশনের আগামী ১০ ডিসেম্বর শুরু হবে। চলবে ১৮ডিসেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, ১০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
আজকের বাজার:আরএম/এলকে ৬ ডিসেম্বর ২০১৭