অনিবার্য কারণ দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রবিবারের সব পরীক্ষাও স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শনিবার প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানিয়ে বলা হয়, রবিবারের নির্ধারিত পরীক্ষার সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
তবে অন্যান্য দিনের পরীক্ষাগুলো অপরিবর্তীত থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবারের সব পরীক্ষাও অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।