জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা অতিরিক্ত করা এবং শিক্ষার্থীদের হয়রানি করা হয়েছে দাবি করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২ জুন) কুষ্টিয়া শহরের থানা মোড়ে মানববন্ধন করে এর প্রতিবাদ জানায় ভুক্তভোগী শিক্ষার্থীরা।
‘সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ, কুষ্টিয়া’র ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা, জরিমানা ১০ হাজার টাকার পরিবর্তে ৭০০ টাকা করতে হবে। এখন যে টাকা নির্ধারণ করা হয়েছে তা অতিরিক্ত।
রাসেল/