জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ২৮টি বিষয়ের ফল রবিবার (৫ মার্চ) বিকেলে প্রকাশিত হবে। বিকেল ৫টা থেকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারা দেশে ১৮২ টি কেন্দ্রে ৪৭২ টি কলেজের সর্বমোট ১,৬৮,৫৮৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৬৬,০৭৭ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার শতকরা ৯৬ দশমিক ৭২ ভাগ।
এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu hp3 Reg no (শেষের ৭টি ডিজিট) টাইপ করে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে। ফিরতি এসএমএস এ ফলাফল জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।