জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি হস্তান্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক রচনা প্রকল্পের আওতায় ’ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে দু’টি বইয়ের পাণ্ডুলিপি হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে পাণ্ডুলিপি হস্তান্তর করা হয়।

পাণ্ডুলিপি দুটি রচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সৈয়দ রাশিদুল হাসান এবং  প্রফেসর ড. সৈয়দ রাশিদুল হাসান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন ভূঁঞা এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রভাষক আয়শা সিদ্দিকা।

শিগগিরই পাণ্ডুলিপি দুইটি বই আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট বিষয়ের কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সরবরাহের ব্যবস্থা করা হবে বলে।

রাসেল/