জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের স্থগিত মাস্টার্স শেষ পর্বের স্থগিত অসমাপ্ত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পুন:সংশোধিত সময়সূচী অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয়ে চলবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২২ আগষ্ট রোববার পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন,এমএ,এমএসএস,এমবিএ ও এমএসসি শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার্থীরা মাষ্টার্স শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এসব পরীক্ষা পুন:সংশোধিত তারিখ ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। মাষ্টার্স শেষ পর্ব ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সীমা পরে জানানো হবে।