জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিমের পাঠানো এক সঙবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের জন্য বিবেচিত হবেন ওই সব শিক্ষার্থী, যারা মেধা তালিকায় স্থান পায়নি বা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে, ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে এবং যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।
আজকের বাজার: আরএম/এলকে ১১ ডিসেম্বর ২০১৭