১৯তম ওয়ালটন স্মার্ট ফ্রিজ জাতীয় ক্রিকেট লিগের টায়ার-১ এ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মাশরাফি মুর্তজা ও আব্দুর রাজ্জাকের খুলনা। বরিশাল বিভাগকে ২৩৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক। প্রথম ইনিংসে মাহাদী হাসানের ১৭৭ এবং তুষার ইমরানের ১৩২ রানের কল্যাণে ৪৪৪ রান সংগ্রহ করে মাশরাফি, রাজ্জাকের খুলনা।
জবাবে প্রথম ইনিংসে আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাকের বোলিং তোপে ২৫৮ রানেই গুটিয়ে যায় বারিশাল। খুলনার হয়ে ৪টি করে উইকেট লাভ করেন রাজ্জাক ও আল-আমিন। ৩২ রান দিয়ে একটি উইকেট পান মাশরাফি মুর্তজা।
দ্বিতীয় ইনিংসে কামরুল ইসলাম রাব্বি, তানভীর হাসান ও সোহাগ গাজীর দুর্দান্ত বোলিংয়ে ২১৬ রানেই অল-আউট হয়ে যায় মাশরাফি-রাজ্জাকরা। খুলনার হয়ে ৫৭ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান ও তুষার ইমরান। মাশরাফি করেন ১৬ রান।
দ্বিতীয় ইনিংসের শেষ দিনে জয়ের জন্য ১০ উইকেট হাতে রেখে ৩৭১ রান প্রয়োজন ছিল বরিশালের। শেষদিনে আবারো বল হাতে জ্বলে উঠেছিলেন অধিনায়ক রাজ্জাক। বল হাতে একাই বরিশালের ৫ উইকেট তুলে নেন তিনি। ৩ উইকেট নেন মইনুল ইসলাম।
উইকেট পাননি মাশরাফি। বরিশালের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন ফজলে রাব্বি। ফলে ১৬৩ রানেই অল-আউট হয়ে যায় বরিশাল। ম্যাচ সেরার পুরস্কার পান মাহাদি হাসান।
আজকের বাজার: সালি / ২৫ সেপ্টেম্বর ২০১৭