জেলার রায়পুর উপজেলায় আজ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে কোরআনখানি, দোয়া-মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে রায়পুর পৌর আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেলভাটসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে রায়পুরের ঐতিহ্যবাহী বড় মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান