জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শেষ হচ্ছে সোমবার (২৯ আক্টোবর)। এটি দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন শেষ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গত ২১ অক্টোবর এ অধিবেশন শুরু হয়। ওইদিন অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২৫ অক্টোবর পর্যন্ত এটি চলবে বলে সিদ্ধান্ত হয়। তবে বেশ কিছু আইন পাসের প্রয়োজনীয়তা থাকায় মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এদিকে সোমবার শেষ হওয়ার কথা থাকায় এ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পাসের কোনও সম্ভাবনা নেই। ফলে এটাকে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করতে হবে। সোমবার মন্ত্রিসভায় আরপিও অনুমোদন হতে পারে।
আগামী ৩১ অক্টোবর দশম জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে।