জাতীয় সংসদের ২০তম অধিবেশন চলবে ৫ কার্যদিবস

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৫ কার্যদিবস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন।

রোববার কমিটির ২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয় ।

আরএম/