দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নতুন মেয়াদে শপথ গ্রহণের পর বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে মঙ্গলবার বঙ্গভবনে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মো. আব্দুল হামিদ। সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। প্রার্থী একের বেশি না হলে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। সে হিসেবে আবদুল হামিদের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় চলতি বছর ৭ ফেব্রুয়ারি আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত এবং ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। তার আগে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন।
বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হওয়ায় এটাই আবদুল হামিদের শেষ মেয়াদ।
আজকের বাজার/আরজেড