ভারতের লখনৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানিস্তান। ওয়ানডে সিরিজ শেষে আফগানদের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও শুরু হয় হার দিয়ে। তবে দ্বিতীয় টি-টুয়েন্টিতে উইন্ডিজকে ৪১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল রশিদ-মুজিবরা।
শনিবার (১৬ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং তাণ্ডব চলে আফগান ওপেনার জাজাই। ১ ছক্কা ও ৩ চারে ২৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। পরবর্তীতে তার সাথে করিম জানাত ২৬ ও জারদান করেন ২০ রান। শেষ দিকে গুলবাদিন নাইবের ৬ চারে ২৪ রানের ইনিংসে ১৪৭ করে স্বাগতিক দল আফগানিস্তান।
জবাবে উইন্ডিজের শুরুটা ভালো না হলেও ওপেনার লুইজের ব্যাটে আসে ১৪, রামদিন ২৪ এবং শেষ দিকে হোল্ডারের ১৩ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয় ক্যারিবিয়রা।
বল হাতে করিম জানাত ৫ ও নবীন-উল-হক- রশিদ ও নাইব নেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান: ১৪৭/৭(২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১০৬/৮(২০ ওভার)
ম্যাচসেরা : করিম জানাত