মিয়ানমারের সামরিক জান্তা আদালতে বুধবার ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সাং সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র এ খবর জানায়।
আদালতে ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে নগদ ৬ লাখ মার্কিন ডলার এবং সোনার বার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান