জান্তা সমর্থিত অন্তর্বর্তী সনদ প্রত্যাখ্যান মালির বিরোধী জোটের

মালির বিরোধী দলীয় জোট প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কাইতাকে ক্ষমতাচ্যূত করা ক্ষমতাসিন সেনা কর্মকর্তা সমর্থিত অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য তৈরি করা সনদ প্রত্যাখান করেছে। খবর এএফপি’র।
সামরিক জান্তা ১৮ মাস অন্তবর্তী সরকার পরিচালনার জন্য শনিবার একটি রোডম্যাপ অনুমোদন করেছে। রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনার তিন দিন পর তারা এ সনদের অনুমোদন করলো।
এদিকে দেশটির বিরোধী জোট (৫ জুন আন্দোলন) শনিবার রাতে দেয়া এক বিবৃতিতে এ সনদ প্রত্যাখান করেছে। গ্রুপটি গত মাসের সামরিক অভ্যুত্থানের আগে কাইতা বিরোধী ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দেয় এবং তারা বিভিন্ন আলোচনায় অংশ গ্রহণ করে। ‘ক্ষমতা কুক্ষিগত’ করার প্রচেষ্টা চালানোয় তারা
সামরিক জান্তাকে দায়ী করে যুক্তি তুলে ধরে বলেছে, সনদের চূড়ান্ত ভার্সনে বেসামরিক শাসনে ফিরে যাওয়ার ব্যাপারে আগের আলোচনার কোন প্রতিফলন ঘটেনি।