আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সাইমন-মাহির অভিনীত ‘জান্নাত’ সিনেমা।
শনিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর মগবাজারস্থ একটি রেস্টুরেন্টে এক হয়েছিলেন ‘জান্নাত’ টিম।
সাইমন মাহিকে শুভ কামনা জানাতে এসেছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনালসহ আরও অনেকেই। ছবিটির জন্য শুভকামনা জানান সকলেই।
অনুষ্ঠান শুরু হয় রাত ৮টার পরে। একে সবাই অতিথিরা কথা বলছেন সিনেমাটি নিয়ে এর মধ্যেই কিছুটা বিলম্বে হাজির হন মাহি। সাইমন সিনেমা নিয়ে কিছু বলার জন্য আহ্বান জানালেন মাহিকে। মাহি বলেন,‘‘আমার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ এর সাইনিং এর দিনে ছিল বিশ্ব ইজতেমার মোনাজাতের দিন। আমি উত্তরায় থাকতাম। আমাকে বলা হয়েছি ঠিক সময়ে আসতে না পারলে সিনেমাই সাইন হবে না। আমি ভ্যানে চড়ে মগবাজার এসেছিলাম। ৩ ঘন্টা লেগেছিল। মগবাজারে এসে অন টাইমে সাইন করেছিলাম। আজকে সেই আমি অনটাইমেই যাত্রা শুরু করেও সময় মতো আসতে পারিনি। অনেক জ্যাম রাস্তায়। আমি গাড়ি চালাচ্ছিলাম তাই গাড়ি রেখে চলে আসতে পারিনি। আপনারা অপেক্ষা করেছেন। আমার বিশ্বাস ভালোবাসার রঙয়ের মতো এই সিনেমাটাও সুপার ডুপার হিট করবে। আমার ইতিহাস সেটা বলে।’
মাহি আরও বলেন,‘আমি এ যাবত যতোগুলো সিনেমা করেছি। সবগুলো আমার পরিবার পছন্দ করেনি। কোনোটা দেখার জন্য সাজেষ্ট করতে পেরেছি কোনোটার জন্য পারিনি। কিন্তু এই প্রথম একটা সিনেমা যেটা দেখার জন্য অপেক্ষা করছে আমার শশুরবাড়ির সকলেই। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি মানিক স্যারকে ধন্যবাদ জানায় তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন দিনি। সবাই জান্নাতের জন্য দোয়া করবেন। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ।’
সাইমন বলেন,‘মানিক ভাইয়ের ইচ্ছে ছিল সমসাময়িক গল্প নিয়ে কাজ করবেন। একটি সত্য ঘটনা অবলম্বনে সুদীপ্ত সাঈদ এই সিনেমার গল্প লিখেছেন। সারা বিশ্ব যখন জঙ্গিবাদ ইস্যুতে অস্থির তখন এমন গল্পের একটি ছবি করা দায়বদ্ধতা বলেই মনে করেছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।’
মোস্তাফিজুর রহমান মানিক বলেন,‘আমার প্রথম ছবি যেই আনন্দ দিয়েছে। জান্নাত আমাকে সেই আনন্দ দিয়েছে। ছবিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বুকিং এজেন্ট ভাইয়েরা আমার পাশে থাকবেন আশাকরি। এ মূহুর্তে এটা একটা প্রয়োজনীয় ছবি। এটা সবার দেখা উচিৎ বলেই আমি মনে করি। সাইমন-মাহি তারা দূর্দান্ত অভিনয় করেছেন এই সিনেমায়।
এরই মধ্যে ছবিটির টিজার ও টেলার দেখেছেন দর্শক। প্রেম-ভালোবাসা,সংঘাত, জংগি ইস্যুও উঠে আসবে ছবিটিতে। ‘জান্নাত’-এর মাধ্যমে ৫ বছর পর আবারও জুটি হয়ে বড় পর্দায় আসছেন পোড়ামন ছবির সফল জুটি সাইমন-মাহি। এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘আনন্দ অশ্রু’তেও জুটি বেঁধে অভিনয় শুরু করেছেন সাইমন-মাহি।
‘জান্নাত’ ছবিতে মাজারের খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তাকে ধার্মিক চরিত্রে দেখা যাবে। আর সেখানে খাদেমের মুরিদের চরিত্র রূপদান করেছেন সাইমন। ছবির অন্যান্য চরিত্রে আছেন গুণী অভিনেতা আলীরাজ, মিশা সওদাগর ও শিমুল খান। ছবিটির চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
‘জান্নাত’ ছবির শুটিং দেখতে ভিডিওটি দেখুন
https://www.youtube.com/watch?v=myJ6nQ2wO0Q&t=10s