জাপানকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহবান ইরানের

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর ভয়াবহ দমন অভিযান বন্ধ করতে সে দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে নিউ ইয়র্ক সফররত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক সাক্ষাতে এ আহ্বান জানান।

তিনি বলেন, মিয়ানমার সরকারের ওপর জাপানের মতো দেশগুলোর চাপ প্রয়োগ রোহিঙ্গা জনগোষ্ঠীর চলমান দুর্দশা লাঘবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি জাপানের প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠানোরও আহ্বান জানান।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি তার দেশের পরমাণু সমঝোতাকে একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে উল্লেখ করে বলেন, একটি দেশকে স্বেচ্ছাচারীভাবে এই সমঝোতাকে প্রশ্নবিদ্ধ করতে দেয়া ঠিক হবে না। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তার আটটি প্রতিবেদনে বলেছে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। এরপরও এ সমঝোতাকে প্রশ্নবিদ্ধ করার কোনো অর্থ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

২০১৫ সালের জুলাই মাসে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে ছয়টি দেশ, যার মধ্যে আমেরিকাও ছিল। কিন্তু এ সমঝোতা মেনে চলছে না সে দেশের সরকার এবং এটি বাতিলের হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তেহরানের সঙ্গে টোকিওর সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করেন জাপানের প্রধানমন্ত্রী। পরমাণু সমঝোতার প্রতি জাপানের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আন্তর্জাতিক চুক্তি সব পক্ষকে মেনে চলতে হবে। অদূর ভবিষতে ইরান সফরের আগ্রহ প্রকাশ করেন শিনজো অ্যাবে।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ২০ সেপ্টেম্বর ২০১৭