বাংলাদেশের সামিট গ্রুপ ও জাপানের এনার্জি ফর নিউ ইরা’র (জেইআরএ) মধ্যে বুধবার সমঝোতা স্মারক সই হয়েছে।
টোকিও’র হোটেল ওতানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ সমঝোতা স্বাক্ষর হয়।
সামিট গ্রুপের পক্ষে ফয়সাল করিম খান এবং জেইআরএ’র পক্ষে তোশিরো কদোমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এদিকে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (জেবিএমএ) ভাইস প্রেসিডেন্ট শাকুরাজ হিরোউকি; বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কাছে একটি স্বাক্ষরিত নথি হস্তান্তর করে।
ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টি সার্জারিকে সহায়তার জন্য এ নথি হস্তান্তর করা হয়।
আজকের বাজার/এমএইচ