জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় শনিবার শক্তিশালী টাইফুন ট্রমি আঘাত হেনেছে। এতে সেখানে অন্তত পাঁচ জন আহত হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঘন্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সপ্তাহ ধরেই জাপানের ভূখন্ডের ওপর দিয়ে বয়ে যাবে। এটি রোববার সকালে মূল ভূখন্ডে আঘাত হানবে এবং এর প্রভাবে সোমবার দেশজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করবে।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানায়, প্রায় ৬শ’ লোককে ওকিনাওয়া থেকে সরিয়ে আশ্রয় শিবিরগুলোতে নেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ১ লাখ ২১ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাপানের পশ্চিমাঞ্চলে অন্তত ৩৮৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ওকিনাওয়ায় ঝড় সংশ্লিষ্ট দুর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তারা একজনের মৃত্যুর আশঙ্কা করছেন।
দ্বীপটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তা মোতোকি মিনেই বলেন, ‘আমরা এখনো খবর সংগ্রহ করছি। হতাহতের সংখ্যা বাড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘আমরা বাসিন্দাদের টাইফুনের বিরুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’
আবহাওয়া সংস্থা মানুষকে ‘শক্তিশালী দমকা বাতাস, উঁচু ঢেউ, ভারী বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।’
কাগোশিমা বে’র জেলেরা টাইফুনের আঘাতের আশঙ্কায় ইতোমধ্যেই সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে। টমি ধেয়ে আসায় তারা তাদের মাছ ধরার নৌযানগুলোকে তীরে ভিড়াচ্ছে।
উল্লেখ্য, মাত্র কিছুদিন আগে জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় জেবি আঘাত হানে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ