থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে জাপানের কাছে ৯-০ গোলে হেরেছে বাংলাদেশ।
গ্রুপ 'এ' এর প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হেরে শুরুটাই বাজে হয়েছিল বাংলাদেশের। সে ম্যাচে অবশ্য কিছু সুযোগও পেয়েছিল বাংলাদেশ। সুযোগ হাতছাড়ার মাসুল গুণে শেষ পর্যন্ত খালি হাতে ফেরা। কিন্তু জাপানের বিপক্ষে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। ম্যাচের কিক অফ থেকেই ওঠা আক্রমণেই বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল জাপান। ১ মিনিটে প্রথম গোল ডিফেন্ডার মানাকা হায়াশির। ডিবক্সের বাইরে থেকে করা শট বারপোস্টে লেগে ঢুকে যায় ভেতরে। ম্যাচের পাঁচ মিনিট না যেতেই সেই ব্যবধান হয়ে গেল ২-০।
মনোবল হারিয়ে এরপর বাংলাদেশ ধুঁকেছে কেবল। প্রথমার্ধে ৫-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলার ইচ্ছাটাই মরে যাওয়ার কথা যে কোনো দলের। বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রেও বিপরীত কিছু হয়নি। জাপান আক্রমণে দুর্দান্ত তো ছিলই, সঙ্গে বাংলাদেশে ডিফেন্ডার আর গোলরক্ষকের ভুলগুলো হারের ব্যবধানটা অস্বস্তিকর করেছে শুধু।
আজকের বাজার/লুৎফর রহমান