জাপানের টোকিও কেয়ার সেন্টারে আট শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। একজন স্টাফ থেকে এ ভাইরাস সংক্রমিত হয়েছে।
বুধবার এর পরিচালক এ কথা জানিয়ে বলেছেন, আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, আরো ২১ জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ সেন্টারে সাধারণত এতিম ও বিবাহ বিচ্ছেদ হওয়া বাবা মায়ের সন্তানেরা থাকে।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে বিস্তারিত উল্লেখ না করে হাসপাতাল থেকে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল একজন স্টাফের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বাকী ৪৬স্টাফকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদেরও পরীক্ষা করা হচ্ছে।