জাপানের পৃথক রাখা প্রমোদতরীর চতুর্থ ব্যক্তির মৃত্যু

A bus drives through dockside past the Diamond Princess cruise ship, in quarantine due to fears of new COVID-19 coronavirus, at Daikoku pier cruise terminal in Yokohama on February 21, 2020. - Hundreds of people have been allowed to leave the ship after testing negative for the disease and many have returned to their home countries to face further quarantine. (Photo by Philip FONG / AFP)

জাপানে করোনাভাইরাস আতঙ্কে পৃথক রাখা প্রমোদতরীর আরো এক আরোহী হাসপাতালে ভর্তির পর মারা গেছেন।এ নিয়ে ওই প্রমোদ তরীর চতুর্থ আরোহীর মৃত্যু হলো। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে। সরকারী সম্প্রচার মাধ্যম এনএইচকে এবং অন্যান্য স্থানীয় গণমাধ্যম বলেছে, ওই মৃত ব্যক্তি বয়স ৮০ বছর। তবে তাকে কখন হাসপাতালে ভর্তি করা হয়েছে বা কখন তার ভাইরাস সনাক্ত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। স্বাস্থ্য মন্ত্রনালয় তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করার অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান