জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি গালিগালাজের তুবড়ি ছুটিয়েছে উত্তর কোরিয়া। আবেকে ‘নির্বোধ’, ‘রাজনৈতিক বামন’ ‘বিশ্বের এক নম্বর আহাম্মক’ কোনো কিছু বলতেই বাকী রাখেনি পিয়ংইয়ং।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করে শিনজো আবে বলেছিলেন, উত্তর কোরিয়া ‘বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে’ যা জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ভয়াবহ হুমকি। এর পরিপ্রেক্ষিতে শনিবার আবের প্রতি গালিগালাজের বাণ নিক্ষেপ করে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ।
উত্তর কোরিয়ার দাবি, এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল না। বরং তারা ‘অতি বড় একাধিক রকেট উৎক্ষেপকের’ পরীক্ষা চালিয়েছে।
কেসিএনএ বলেছে, ‘বলা যায়, আবে হচ্ছেন বিশ্বের এক নম্বর আহাম্মক এবং ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বোধ, যিনি প্রতিবেদনের সঙ্গে ছবি দেখে একাধিক রকেট উৎক্ষেপক ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পার্থক্য করতে পারেন না’।
এতে বলা হয়, ‘নিকট ভবিষ্যতে আবে হয়তো তার নাকের ডগায় দেখতে পাবেন আসল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কী। আবে নির্বোধ ও রাজনৈতিক বামন ছাড়া আর কিছুই নন’।
আজকের বাজার/এমএইচ