জাপানের মাউন্ট শিনমোয়েদাক আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত

জাপানের মাউন্ট শিনমোয়েদাক আগ্নেয়গিরি থেকে ফের ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরিটি জাপানের দক্ষিণাঞ্চলে অবস্থিত। বিবিসি সূত্রে জানা গেছে, আগ্নেয়গিরির জ্বালামুখ এতটাই ভয়াবহ যে ভেতর থেকে বেরিয়ে আসা পাথরখণ্ডগুলো তিন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে।

জাপানের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সেখানকার প্রশাসন মাউন্ট শিনমোয়েদাক আগ্নেয়গিরির পাশ্ববর্তী অঞ্চলে বসবাসরত লোকজনকে সতর্ক করা হয়েছে।

শিনমোয়েদাক থেকে বেশ কিছুদিন ধরে ছাই উড়ছিলো। আর শনিবার থেকেই লাভা বের হতে শুরু হয়। এবং এর ভয়াবহতা ব্যাপক আকার নেয়। লাভা বের হতে শুরু করার পর জ্বালামুখ থেকে ১৫,০০০ ফুট ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আগ্নেয়গিরির আশপাশের অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে শত শত মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছিলো।

এমআর/