টাইফুন ট্রমি রোববার জাপানের মূল ভূখন্ডে দিকে ধেয়ে আসছে। দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে এই ঝড়ে ৪৫ জন আহত হওয়ার পর এটি এখন দেশটির মূল ভূখন্ডে সরাসরি আঘাত হানতে যাচ্ছে।
এদিকে আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যা দেখা দিতে পারে।
টাইফুন ট্রমি ইতোমধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
জাপানে টাইফুনের কারণে একটি প্রধান বিমানবন্দর বন্ধ করে দেয়ায় প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে ওকিনাওয়া দ্বীপে শক্তিশালী বাতাসে গাড়ি উল্টে গেছে।
স্থানীয় কর্মকর্তারা বলেন, এখানে বেশ কয়েকটি বাড়িঘরে বন্যার পানি উঠেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ে ৩৮ জন সামান্য আহত হয়েছে।
সরকারি টিভি চ্যানেল এনএইচকে জানায়, কর্তৃপক্ষ প্রায় ৩ লাখ ৪৯ জনকে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। ৩ লাখের বেশি বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ট্রমি জাপানে আঘাত হানা সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির ওপর দিয়ে টাইফুন, বন্যা, ভূমিকম্প ও তাপদাহ বয়ে গেছে। এতে বেশ কয়েকজনের প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হয়েছে।
আজকের বাজার/এমএইচ