জাপানের সাথে আসন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ওয়াশিংটনের সাথে টোকিওর বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়ক হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুনিউশিন।
মুনিউশিন শনিবার সাংবাদিকদের জানান, সোমবার ওয়াশিংটনে দু’পক্ষের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় অর্থনৈতিক সংলাপে তিনি অংশগ্রহণ করবেন।
জাপানের উপপ্রধানমন্ত্রী তারো আসো এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর এই বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।
মুনিউশিন আরও জানান, জাপান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং দেশটির কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে একটি অকপট আলোচনার জন্য তিনি অপেক্ষা করছেন।
তবে জাপানের সাথে একটি মুক্ত-বাণিজ্য সমঝোতা শুরুর ব্যাপারে কোন নির্দিষ্ট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী।
আগামী মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর সম্পর্কে মুনিউশিন বলেন, এ সফরের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রদর্শন করা।
তিনি আরও বলেন, বাণিজ্য এবং উত্তর কোরিয়া পরিস্থিতিই হবে মি: ট্রাম্পের এশিয়া সফরের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্র : এনএইচকে
আজকের বাজার : এমএম / ১৬ অক্টোবর ২০১৭