জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর পায়ে গুলি

জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী টোকুইচিরো তামাজাওয়াকে উত্তর জাপানে তার নিজের বাড়ির কাছে পায়ে গুলি করা হয়েছে। মঙ্গলবার শানকিই সংবাদপত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পুলিশ।

টোকুইচিরো তামাজাওয়ার বয়স ৮১ বছর, তিনি প্রধানমন্ত্রী তোমিচি মুরাইমার সরকারে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার আঘাতগুলি জীবন-হুমকির মতো নয় বলে জানিয়েছেন শানকিই।

জাপানের জাতীয় সম্প্রচারক এনএইচকে জানিয়েছে এই ঘটানায় আশির বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পুলিশ মুখপাত্র বলেছেন যে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে পারেননি।

আজকের বাজার/লুৎফর রহমান