মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জাপানের এযাবৎকালের সেরা সরকার প্রধান হিসেবে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রশংসা করেছেন। খবর এএফপি। গত রাতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তিনি স্বাস্থ্যজনিত জটিলতার কারণে পদত্যাগ করা অ্যাবের সঙ্গে মাত্রই কথা বলেছেন।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘শিনজো জাপানের ইতিহাসে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই স্বীকৃতি পাবেন।’ দেশটির আগের যেকোন প্রধানমন্ত্রীর চেয়ে যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি ভাল। তিনি হচ্ছেন বিশেষ ব্যক্তি।’ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নেতৃত্বের প্রতিযোগিতা শুরু করার পর গত সপ্তাহে অ্যাবে তার রেকর্ড-ভঙ্গ করা মেয়াদের পরিসমাপ্তি ঘোষণা করেন।
মার্কিন এ প্রেসিডেন্টের মেয়াদে তিনি এবং ট্রাম্প অনেকবার সাক্ষাত করেছেন। স্টাফরা ট্রাম্প ও তার ‘গলফ বন্ধুর মধ্যে ‘নজিরবিহীন’ সম্পর্কেও প্রশংসা করেন। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প বলেন যে এ দুই মিত্র দেশ নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। অর্থনৈতিকভাবে বিশ্বের ক্ষমতাধর এ দুই দেশের মধ্যে দীর্ঘ এক বছর আলোচনার পর চুক্তিটি স্বাক্ষর করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান