জাপানের একাধিক স্থানে শনিবার ভোরে আগুনে ৮ জন মারা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম শনিবার এই খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে,আজ ভোরে টোকিও’র দক্ষিণের ইয়োকোসুকার একটি দ্বিতল বাড়ি থেকে স্বামী-স্ত্রী দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে স্বামীর বয়স ৯২ বছর ও তার স্ত্রীর বয়স ৮৯ বছর। আগুনে তারা দ’ুজনই মারা গেছেন।
কিয়োদো আরো জানিয়েছে, একই শহরের আরেকটি এপার্টমেন্ট ভবন থেকে ৬৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া আজ এই খবর জানায়।
কিয়োদোর’র প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় আকিতা জেলার নসহিরোতে একটি বাড়িতে আজ ভোরে আগুন ছড়িয়ে পড়লে তিনজন নিহত এবং ১৭ বছর বয়সী এক তরুণী আহত হয়।
এদিকে পুলিশ জানিয়েছে,জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকোউকার একটি বাড়িতে আগুন লাগলে সেখান থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।(বাসস)