জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৪ জনে।
তবে প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস এ আক্রান্ত রোগীর সংখ্যা আলাদাভাবে গণনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভাইরাসজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জাপানে এপর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।
জাপানে করোনা আক্রান্ত ৮০৪ জনের মধ্যে বেশিরভাগই উত্তরাঞ্চলীয় হোক্কাইদো প্রদেশের বাসিন্দা, যেখানে ১৪৮ জন ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে, ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
এছাড়া দেশটির আইচিতে ১২১ জন, ওসাকায় ১০৬ জন, টোকিওতে ৯০ জন, হিয়োগোতে ৭৮ জন এবং কানাগাওয়াতে ৫৫ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার