জাপানে নতুন ক্যান্সার চিকিৎসা পরিকল্পনা অনুমোদন

জাপান সরকার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জিনোমিক ঔষধ ব্যবহারের প্রসার সম্বলিত নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে। দেশটির বার্তা সংস্থা এনএইচকে এ তথ্য জানিয়েছে।

২৪ অক্টোবর মঙ্গলবার জাপানের মন্ত্রীসভার এক বৈঠকে এ পরিকল্পনা অনুমোদিত হয়েছে বলে খবরে জানানো হয়। আগামী ৬ বছর ধরে ক্যান্সার প্রতিরোধে সরকারি কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, তার খুঁটিনাটি রয়েছে এ পরিকল্পনায়।

জাপানসহ পৃথিবীর অনেক দেশেই ক্যান্সার সর্বাধিক প্রাণঘাতী রোগ। জীবনের কোন এক পর্যায়ে প্রতি দু’জনের মধ্যে একজন জাপানির শরীরে এই রোগ দানা বাঁধে।

রোগীর জিনগত তথ্যের ওপর ভিত্তি করে কার্যকর ঔষধ খুঁজে নেয়ার প্রক্রিয়াকে অনুমোদিত এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও প্রতিটি রোগীর বয়স এবং লিঙ্গ বিবেচনায় নিয়ে যথোপযুক্ত সহায়তা প্রদানের বিষয়টিও পরিকল্পনায় উল্লেখ আছে।

আজকের বাজার : এমএম / ২৫ অক্টোবর ২০১৭