জাপানের পশ্চিমাঞ্চলে ‘নজিরবিহীন’ প্রবল বর্ষণের কারণে শুক্রবার হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বন্যা ও ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এমন আহ্বান জানানো হলো। আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় তোহোকু থেকে শুরু করে দক্ষিণের কিউশু পর্যন্ত বিস্তৃত এলাকায় এ দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী কয়েকদিন ধরে বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে বড় ধরনের দুর্যোগ ঘটার সম্ভাবনা রয়েছে।’ দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে সম্মেলনটি সরাসরি প্রচার করে।
এদিকে স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে বলেন, দক্ষিণাঞ্চলীয় নাগাসাকি অঞ্চলের উনজেন নগরীতে ভূমিধসে দু’টি বাড়ি ধসে পড়েছে। এতে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যুর আশংকা করা হচ্ছে।