জাপানের পশ্চিমাঞ্চলে মৌসুমি প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২ জনের মৃত্যু এবং ১৬ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
পশ্চিমাঞ্চলীয় কুমামোতো অঞ্চলের পৃথক শহরে বয়স্ক এক নারী ও এক পুরুষ কাদামাটিতে চাপা পড়ে মারা গেছে। জাতীয় ব্রডকাস্টার এনএইচকে এবং অন্যান্য জাপানি মিডিয়ার খবরে এ বিষয় বিস্তারিত জানানো হয়নি।
এনএইচকে জানায়, অপর ১৬ জন “কার্ডিও রেসপাইরেটরি এ্যারেস্ট” অবস্থায় মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে, জাপানে আনুষ্ঠানিক মৃত্যুর ঘোষণার আগে রোগীদের এই অবস্থার কথা বলা হয়।
শনিবার গভর্নও ইকুও কাবাশিমা বলেছেন, এদের মধ্যে ১৪ জন নার্সিংহোমে রয়েছেন। এনএইচকে জানায়, এখন পর্যন্ত ৬ জন নিখোঁজ রয়েছে।