জাপানের উপকূলে কোয়ারাইনটাইনে থাকা প্রমোদতরী ডায়ামন্ড প্রিন্সেসে নতুন করে ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার এ কথা জানিয়েছেন। জাহাজের ২১৭ জনকে পরীক্ষা করার পর ৬৭ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে ডায়ামন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে। এদিকে জাহাজের একজন কোয়ারাইনটাইন কর্মকর্তাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান