জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

শাহাবুদ্দিন আহমেদকে তিন বছরের জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, অবসর-উত্তর ছুটি ভোগরত সচিব শাহাবুদ্দিনকে অভোগকৃত অবসর-উত্তর ছুটি স্থগিতের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে চলে যাওয়ার ফলে টোকিওর বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূতের পদটি খালি হয়ে যায়।

আজকের বাজার/এমএইচ