জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়ে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরি হামলায় এক শিশু ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরো অন্তত ১৬ জন। যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ছিলো। খবর বিবিসি’র
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে শহরের একটি পার্কের পাশে এই হামলার ঘটনা ঘটে।
কাওয়াসাকি ফায়ার সার্ভিস বিভাগের একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, সকালের দিকে হঠাৎ ওই হামলাকারী একটি বাস স্টপের কাছে মানুষজনকে ছুরিকাঘাত করতে শুরু করে। এতে বেশ কিছু স্কুলগামী শিশু ছুরিকাহত হয়। তবে কেন ওই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, জাপানের সংবাদ মাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটকের আগে ওই ব্যক্তি নিজেই নিজের কাঁধে ছুরি চালান। পুলিশ দুটি ছুরিও উদ্ধার করেছে।
আজকের বাজার/এমএইচ