জাপানে বিজয়ের পথে ক্ষমতাসীন এলডিপি

২২ অক্টোবর রবিবার অনুষ্ঠিত জাপানের সংসদের নিম্নকক্ষের নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবে’র নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জয়লাভ করতে যাচ্ছে বলে আভাষ দিয়েছে দেশটির বার্তা সংস্থা এনএইচকে’র নির্বাচন পর্যবেক্ষক দল।

ক্ষমতাসীন দলটি গত পাঁচ বছরের মতই সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে একটু বেশি আসন পাবে বলে পর্যবেক্ষণে জানানো হয়েছে।

অনুমান করা হচ্ছে, জোটের অংশীদার কোমেই পার্টির সঙ্গে একত্রে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ আসন ধরে রাখবে।

শিনজো আবে’র নেতৃত্ব মারাত্মকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই বলেই অনুমিত ফলাফলে ধারণা পাওয়া যাচ্ছে।

এনএইচকে জানিয়েছে, ভোট দিয়ে বেরুনো ভোটারদের উপর জরিপ এবং অন্যান্য বিশ্লেষণ থেকে এলডিপি ২৫৩ থেকে ৩০০ আসনে বিজয়ী হবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনের পর এলডিপি’র সমর্থন পেতে যাওয়া স্বতন্ত্র প্রার্থীদেরও এই উপাত্তে অন্তর্ভুক্ত করা হয়েছে হয়েছে বলে খবরে জানানো হয়। কোমেই পার্টিকে হিসাবে নিলে ক্ষমতাসীন জোট ২৮১ থেকে ৩৩৬টি আসন পেয়ে নির্বাচনী বৈতরণী অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, প্রধান বিরোধী হল হওয়ার প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে নতুন গঠিত দু’টি রাজনৈতিক দলের মধ্যে।

এর মধ্যে, কন্সটিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির ৪৪ থেকে ৬৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং টোকিওর গভর্নরের নেতৃত্বে গঠিত “হোপ” দলটি ৩৮ থেকে ৫৯টি আসনে বিজয়ী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজকের বাজার : এমএম / ২২ অক্টোবর ২০১৭