জাপানে ৪০ ডিগ্রির তীব্র দাবদাহে দুই সপ্তাহে এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সহস্রাধিক মানুষ। খবর সংবাদ সংস্থা কিউডোর’র।
শুধু শনিবারই (২১ জুলাই) মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে ১১ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধও রয়েছেন। রাজধানীর টোকিওতেই মারা গেছেন ১৪ জন।
দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সপ্তাহে জাপানের মধ্যাঞ্চলে তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। যা গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা।
কিয়োটো শহরে গত সাত দিনে টানা তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একনাগারে এমন তীব্র তাপমাত্রা এর আগে ১৯ শতকের শুরুর দিকে দেখা গিয়েছিল।
জাপানের রাজধানী টোকিওর হাসপাতালগুলোতে গত বুধবার রেবর্ডসংখ্যক তিন হাজার জরুরি কল আসে। হাসপাতলের বেশিরভাগ রোগীই গরমে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।
গত ৯ জুলাই থেকে জাপানজুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। বিশ্বের বিভিন্ন দেশেই এখন চলছে তাবদাহ।
আজকের বাজার/একেএ