জাপানের উত্তরাঞ্চলীয় আমোরি অঞ্চলের পূর্ব উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বুধবার দেশটির আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১৪৩ দশমিক ৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আমোরি ও হোক্কাইডোর আশপাশের অঞ্চলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭।
এই ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।